ধামরাইয়ে কলেজছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল এলাকা থেকে এক কলেজছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুলাই) সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রাম থেকে হাফেজা বেগম নামে এক কলেজছাত্রী এবং আটি মাইঠাল গ্রাম থেকে শরীফ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
হাফেজা বেগম ধামরাইয়ের ফরিঙ্গা গ্রামের ইয়াকুব মোল্লার মেয়ে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং শরীফ হোসেন একই উপজেলার আটি মাইঠাল গ্রামের রহমান মিয়ার ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজছাত্রী হাফেজা বেগম।
অন্যদিকে স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে শরীফ হোসেন। এ ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানা আনা হয়েছে।
আল-মামুন/বিএ/এমকেএইচ