ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আগুনে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৯ জুলাই ২০১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে আলম মিয়া নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এ সময় ৪টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের সেকান্দর আলীর ছেলে এবং স্থানীয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

kishorgonj01.jpg

স্থানীয়রা জানান, বিকেলে গাঙ্গাইল গ্রামের জনৈক লাল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই এ আগুন আশপাশের বাড়ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় নিজের ঘরের ফ্রিজের লাইন অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন স্কুলশিক্ষক আলম। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়াও আগুন নেভাতে গিয়ে নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস

আরও পড়ুন