বন্যার পানির স্রোতে ভেঙে গেল ব্রিজ
নাটোরের সিংড়া উপজেলায় বন্যার পানির স্রোতে বক্তারপুর ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উপজেলা সদরের সঙ্গে অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, ১৯৮৫ সালে নির্মাণ করা হয় বক্তারপুর মোড়ের ওই ব্রিজটি। বন্যার পানি বৃদ্ধির কারণে শুক্রবার দুপুরে পানির স্রোতে ভেঙে পড়ে ব্রিজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডপ, বামনহাটসহ অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিজ ভেঙে দ্রুত পানি নামার কারণে আশপাশের গ্রামগুলোও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে খবর পাওয়ার পর সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলসহ অন্যান্যরা ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন করেছেন।
এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান বলেন, রাস্তা যেটা ভেঙেছে সেটা সংশ্লিষ্টদের নিয়ে রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। তাছাড়া মানুষের যোগাযোগের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হবে।
রেজাউল করিম রেজা/এফএ/এমকেএইচ