ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ হাওর (ধরন্তী) এলাকায় চলা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর। প্রতিযোগিতা উপভোগ করতে হাওর এলাকায় লাখো জনতার ঢল নামে। এবারের নৌকাবাইচে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৯টি নৌকা অংশগ্রহণ করে। পরে নৌকাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।

প্রতিযোগতায় প্রথম হয়েছে সরাইল উপজেলার ক্ষমতাপুরের নৌকা, দ্বিতীয় হয়েছে শাহ্জাদাপুরের নৌকা এবং তৃতীয় হয়েছে একই উপজেলার বুড্ডা গ্রামের নৌকা।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/বিএ