ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা বোর্ডে সব ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৭ জুলাই ২০১৯

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে গড় পাসের হার, বিভাগভিত্তিক পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী।

বোর্ড সূত্র জানায়, এ বছর গড় পাসের হারের দিক থেকে ছেলেরা পিছিয়ে রয়েছে। ছেলেদের গড় পাসের হার ৭৭ দশমিক ১২ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ২৭ শতাংশ।

এ বছর বিজ্ঞান বিভাগের পাশের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ, মানবিক বিভাগে ৭২ দশমিক ৩৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৭৬ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞান বিভাগে মেয়েদের গড় পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ ও ছেলেদের ৮৮ দশমিক ৪০ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ ও ছেলেদের ৭০ দশমিক ১১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ ও ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ২২ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৪ জন এবং ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯১ জন।

বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

মো. কামাল উদ্দিন/এমবিআর/এমএস

আরও পড়ুন