দিনাজপুরে পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। কমেছে শূন্য পাসের কলেজের সংখ্যাও। মেয়েরা পাসের হারে এগিয়ে থাকলেও জিপিএ-৫-এ ছেলেরা এগিয়ে রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ । যা গতবারের চেয়ে ১১ দশমিক ৫৭ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ৮৯ হাজার ২৩৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। এর মধ্যে ২ হাজার ২৭২ জন ছেলে ও ১ হাজার ৭৭৭ জন মেয়ে জিপিএ -৫ পেয়েছে। মেয়েদের চেয়ে ৪৯৫ জন ছেলে জিপিএ-৫ বেশি পেয়েছে।
তবে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। অপরদিকে ছেলেদের পাসে রহার ৬৮ দশমিক ৩৭ শতাংশ। যা ছেলেদের চেয়ে ৭ দশমিক ০২ শতাংশ মেয়ে বেশি পাস করেছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবারের প্রাপ্ত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। পক্ষান্তরে ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ। তবে গতবারের চেয়ে পাসের হার বেড়েছে।
এবার এই বোর্ডের ৭টি কলেজ থেকে কেউই পাস করতে পারেনি।
এমদাদুল হক মিলন/এমবিআর/এমএস