ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে শিক্ষক কর্তৃক আরেক শিক্ষককে মারধর

প্রকাশিত: ১১:৪২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

গতকাল শনিবার দুপুরে ভৈরবের ছাগাইয়া গ্রামে অবস্থিত যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসলাম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি একই স্কুলের অপর শিক্ষক মো. নজরুল ইসলামকে একটি তুচ্ছ বিষয় নিয়ে মারধর করে তার হাত ও দাঁত ভেঙে দেন। পরে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ২৬ আগস্ট উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন উক্ত স্কুল পরিদর্শনে গেলে শিক্ষক ইসলাম উদ্দিনকে স্কুলে হাজির পাননি। এদিন উপজেলা শিক্ষা অফিসার স্কুলের হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখিয়ে স্বাক্ষর করে আসেন। পরদিন ইসলাম উদ্দিন স্কুলে এসে হাজিরা খাতায় অনুপস্থিতে হাজির স্বাক্ষর করে দেন। এ নিয়ে স্কুলে সভা হলে তিনি সভায় শিক্ষা অফিসারকে গালমন্দ শুরু করেন। এসময় নজরুল ইসলাম বাঁধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধরসহ লাঠি দিয়ে আঘাত করলে তার হাত ও দাঁত ভেঙে যায়। শুক্রবার রাতে শিক্ষক নজরুল ইসলাম ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে।

আসাদুজ্জামান ফারুক/এমজেড/আরআইপি