টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে ট্রানজিট ঘাট থেকে ৩৬ লাখ টাকা মূল্যের ১২ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বেলা দেড়টার দিকে টেকনাফ পৌরসভার পুরান ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তকে আটক করা হয়।
আটক যুববকের নাম নুরুল হক (২২)। তিনি মিয়ানমারের মংডুর ঘোনাপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন জাগাে নিউজকে বলেন, শনিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাটে দায়িত্বরত বিজিবির কর্মকর্তা সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির একটি টিম মিয়ানমার থেকে আসা যাত্রীদের তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৮৭ পিস ইয়াবাসহ ওই মিয়ানমার নাগরিককে আটক করে। এসময় একই স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধর করা হয়। যার মূল্য ৩৫ লাখ ৯৬ হাজার ১শ টাকা।
তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করে বৈদশিক আইন ও মাদক মামলা রুজু করা হবে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এমজেড