ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেদি মাখা হাত, রক্তের সাজে নিথর বর-নববধূ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:৩০ পিএম, ১৫ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসকে রাজশাহী থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে বর-কনেসহ নয়জন নিহত হয়েছেন। সেই সঙ্গে এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন : উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ৯ জন নিহত

প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লাপাড়া থেকে আসা বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে অন্তত আধা কিলোমিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা নয় যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাইক্রোবাস থেকে ছিটকে পড়া রেল গেটের কাছে দুইজন এবং সাহিকোলা গ্রামের কাছ থেকে অপর সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : এজলাসে বিচারকের সামনেই যুবককে হত্যা করলো আসামি

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬)। ঘটনার পরপরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর ছুড়ে স্থানীয়রা। ট্রেনটিকে প্রায় আধঘণ্টা রেললাইনে আটকে রাখে তারা। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন : যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় মৃত্যুর মুখে ট্রাফিক সার্জেন্ট

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলক রেলক্রসিং এলাকায় একটি বরবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হন। সেই সঙ্গে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এএম/এমআরএম

আরও পড়ুন