ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৭ দিন ধরে ভারতে মাছ রফতানি বন্ধ

প্রকাশিত: ০৯:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

ডলারের মূল্য বৃদ্ধির কারণে টানা সাতদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার ডলার মূল্যের মাছ রফতানি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জাগো নিউজকে জানান, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলাসহ সাতটি অঙ্গরাজ্যে ৪০ থেকে ৫০ হাজার ডলার মূল্যের মাছ রফতানি করা হতো। কিন্তু সম্প্রতি ভারতীয় রুপির বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ার কারণে প্রতি কেজি মাছে ভারতীয় ব্যবসায়ীদের ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত খরচ বেড়ে গেছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানিতে অনীহা প্রকাশ করার কারণে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, পুনরায় মাছ রফতানি কার্যক্রম স্বাভাবিক করতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে বন্দর দিয়ে অন্যসব পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও তা আগের চেয়ে অনেকাংশে কমে গছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি