টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মৃত্যু
সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে নিখোঁজ হওয়া কিশোর সামাদের লাশ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে সুরমা নদীর লামাকাজি এলাকায় সামাদের লাশ ভেসে উঠলে উদ্ধার করে বিশ্বনাথ থানার পুলিশ। পরে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ লাশ নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানা পুলিশের ওসি মো. ওকিল উদ্দি।
সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া জনপ্রিয় গান ‘তরে ভুলে যাওয়ার লাগি আমি ভালবাসিনি/সব ভেঙে এভাবে ভাবতে পারিনি’ গানের টিকটক ভিডিও করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সিলেট নগরের বাগবাড়ি এলাকার কিশোর আব্দুস সামাদ।
উল্লেখ্য, গত শুক্রবার মহানগরের তেমুখি সংলগ্ন সুরমা নদীর উপর নির্মিত শাজালাল সেতু ২ এর উপর থেকে টিকটকের ভিডিও করতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সামাদ। বিকেল সাড়ে ৫টার দিকে দুই বন্ধু মিলে টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ সামাদকে উদ্ধার করতে স্থানীয়রা মিলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার পর থেকে টিকটকের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিওটি প্রচার করেন।
ছামির মাহমুদ/এমএএস/জেআইএম