আশুলিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল কলেজছাত্রের
সাভারের আশুলিয়ায় দ্রুত গতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সিয়াম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
রোববার রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আশুলিয়ার জিরাবো এলাকার দিদার আলী বেপারীর ছেলে। তিনি স্থানীয় দেওয়ান ইদ্রিস কলেজে উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় একটি দ্রুত গতির ট্রাক তিন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় অপর দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
আল-মামুন/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ