জামালপুরে পানিবন্দি ৫ হাজার মানুষ
যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারি প্রকৌশলী সোহেল রানা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনায় পানি বেড়ে আজ (শনিবার) সকালে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের চিনাডুলি, শিংভাঙ্গা, বাবনা, পূর্ব বাবনা, দেওয়ান পাড়া, কড়ইতার ডেবরাইপ্যাচসহ বিভিন্ন এলাকায় ৫ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২০১৭ সালের বন্যায় বিভিন্ন সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়া বিভিন্ন অংশ দিয়ে পানি প্রবেশ করে লোকালয়ে ছড়িয়ে পড়ছে।
আসমাউল আসিফ/এমএমজেড/জেআইএম