বাসচাপায় ছাত্রদল নেতার হাত বিচ্ছিন্ন
পটুয়াখালীর দশমিনায় বাসচাপায় মো. হাসান মৃধা (৩০) নামে এক ব্যক্তির ডান হাত বিচ্ছিন্ন হয়ে গছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের নলখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাত বিচ্ছিন্ন হওয়া হাসান মৃধা ছাত্রদল নেতা। তিনি উপজেলার উত্তর লক্ষ্মীপুর এলাকার আলীম মৃধার ছেলে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দীন বলেন, বিকেলে নলখোলা বাসস্ট্যান্ডে বাপ্পী পরিবহনের একটি বাসকে তার হেলপার ঘুরানোর চেষ্টা করছিলেন। এ সময় পেছনে থাকা হাসান মৃধা ধাক্কা লেগে পড়ে যান। এতে তার মাথা ও ডান হাত গুরুতর জখম হয়।
ওসি আরও বলেন, বাপ্পী পরিবহনের বাসটি দশমিনা-আলীপুর-ঢাকা রুটে চলাচল করে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন