সাভারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
সাভারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর পরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান জানান, সাভারগামী নীলাচল পরিবহনের একটি বাসের পেছনের চাকা অকেজো হয়ে যাওয়ায় সেটি চলামান অবস্থায় রাস্তার অপরপ্রান্তে চলে আসে। এসময় ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন।
তিনি আরও জানান, আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর উভয় বাসের চালক এবং তাদের সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় সড়কে অল্প সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন