ঠাকুরগাওয়ে উপবৃত্তি প্রদান প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
ঠাকুরগাঁওয়ে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি প্রদান প্রকল্প বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান নূরজাহান খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক সৈয়দ মো: মোজাম্মেল হক, সহকারী প্রকল্প পরিচালক রুকসানা আলিম, প্রকল্প কর্মকর্তা মুনাব্বেরুর রশীদ, পঞ্চগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিন, ঠাকুরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার, ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
কর্মশালায় ঠাকুরগাঁওয়ের সকল উপজেলা থেকে শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিউল এহসান রিপন/ এমএএস/পিআর