পানি বেড়েই চলেছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার বেলা ১১টা পর্যন্ত সুরমা নদীতে বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে জেলার পৌরসভাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরও অনেক এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও পাহাড়ি ঢলে হাওর ও নদীর পানি বৃদ্ধিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রৌকশলী আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে জানান, এই বৃষ্টি আরও ৩ দিন অব্যাহত থাকবে।
মুসাইদ রাহাত/এফএ/জেআইএম