ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে শিশু সুরক্ষা কনভেনশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

কর্মক্ষেত্রে শিশুর প্রতি মানবিক আচরণ ও লেখাপড়ার সুযোগ দেয়ার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে যশোরে শিশু সুরক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান মালিকরা এমন আশ্বাস দিয়ে শিশুদের ন্যায্য মজুরি ও সুরক্ষায় পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন।

যশোর শিশু অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বলেন, আমরা যারা বয়স্ক, আমাদের স্বপ্ন শিশুদের মধ্যে বপন করতে হবে। কারণ আজকের শিশুরা জাতিকে গড়ে তুলবে। তাই এ সমাজ তাদের জন্য বাসযোগ্য করে গড়তে হবে।

‘আসুন, আমরা শিশুর প্রতি মানবিক হই’ এই স্লোগান নিয়ে যশোরে শিশু সুরক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে তিন শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে মালিকদের শিশুর প্রতি মানবিক আচরণ, ঝুঁকিপূর্ণ কাজ না করানো, ন্যায্য মজুরি নিশ্চিত, প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শ্রমিকদের ভর্তি করার দাবি জানানো হয়।

পাশাপাশি শ্রমঘণ এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিশু সুরক্ষায় সতন্ত্র কমিশন গঠন, বিশেষ আদালতের মাধ্যমে শিশু হত্যা ও নির্যাতন মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অপারেশন কো-অর্ডিনেটর রুবেন সলিল বিশ্বাস, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোরের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, সম্মিলিত সাংস্কৃতি জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, চাঁদের হাট যশোরের সম্পাদক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আলী, সামাজিক ব্যক্তিত্ব মনি মোহন ধর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আছাহাবুল গাজী, যবিপ্রবির সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক নাসিমা আক্তার জুঁই, জেলা স্টিল ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, ওয়েল্ডিং ওয়ার্কশপ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মো. লিটন, জেলা ছিট কাপড় দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি সাধন দাস, ট্রেড ইউনিয়ন সংঘের ওয়াসিম হোসেন, প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু জাফর বাচ্চু, লেদ মালিক সমিতির আহ্বায়ক আবু তালেব বাচ্চু, ওয়ার্কশপ ইউনিয়নের নেতা আলী মহাসিন, স্বপ্ন দেখো সংগঠনের রাবেয়া খাতুন চামেলী, সিসিটিএস’র যোগেশ দত্ত, জেলা এনসিটিএফ’র সভাপতি সোনিয়া আফরিন সোমা, আহ্বানের সভাপতি শান্ত খান প্রমুখ।

মিলন/এমএএস/পিআর