কাশিয়ানীতে ২ ছিনতাইকারী আটক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর নাম স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাতে মামলা দায়েরের পর শুক্রবারে ওই দুই ছিনতাইকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে এমরান শেখ (২৮) ও ইউনুস খন্দকারের ছেলে মুরাদ খন্দকার (২৭)।
কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দিন জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারের ব্যবসায়ী লিয়াকত খানের স্ত্রী শামীমা নাসরিন (৩৮) ভ্যানরিকশায় করে গ্রামের বাড়ি ব্যাসপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল আরোহী তিন যুবক তার গতিরোধ করে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগে থাকা ওই টাকা ছিনিয়ে নেন।
এসময় ওই নারীর শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে আটকে ফেলেন। এর মধ্যে অপর একজন টাকা নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে ওই নারীর স্বামী লিয়াকত খান বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃত এই দুই যুবক টাকা ছিনতায়ের বিষটি স্বীকার করেছেন।
এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর