ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ৬ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১০:৪০ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রেজুরব্রিজ যৌথ চেকপোস্ট এলাকায় যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম মুহাম্মদ করিম মোল্লা (২২)। তিনি টেকনাফের উত্তরশীলখালী জাহাজপোড়া এলাকার আবদু শুক্কুরের ছেলে। তার কাছ থেকে ১ হাজা ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।  
           
কক্সবাজার ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জাগো নিউজকে জানান, রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার মো. জাকির হোসেনের নেতৃত্বে শুক্রবার বেলা একটার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে ইয়াবাসহ করিম মোল্লাকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকা।
ইয়াবাসহ আটক যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর