ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনেদুপুরে মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১০ জুলাই ২০১৯

কুমিল্লার দেবিদ্বারে দিনে দুপুরে মা-ছেলেসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করেছেন মোখলেসুর রহমান (৩৫) নামে এক যুবক। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেসুর রহমান। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), তার ছেলে আবু হানিফ ( ১২), একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬)। ঘাতক মোখলেসুর রহমান একই গ্রামের মর্তুজা আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক মোখলেসুর রহমান একটি ধারালো ছেনি নিয়ে অতর্কিত প্রতিবেশী নুরুল ইসলাম, আনোয়ারা বেগম, হানিফ, নাজমা বেগম ও মাজেদা বেগমসহ ৮/৯ জনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে আনোয়ারা বেগম, হানিফ ও নাজমা বেগম ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত নুরুল ইসলাম তার মা মাজেদা বেগমসহ আরও ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থলে যান।

দেবিদ্বার থানা পুলিশের ওসি জহিরুল হক জানান, ৩ জনকে কুপিয়ে হত্যার পর ঘাতককে পিটিয়ে মেরেছে এলাকার লোকজন। মোট ৪ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

কামাল উদ্দিন/আরএআর/এমএস/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন