ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আশ্রয়কেন্দ্রে ২ হাজার পরিবার

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৯ জুলাই ২০১৯

পাঁচদিনের টানা বর্ষণে বান্দরবানের ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকা বাসিন্দারা ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। এ পর্যন্ত জেলার সদর ও লামাসহ সাত উপজেলার প্রায় দুই হাজার পরিবার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার প্রায় দুই হাজার পরিবার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আজ সন্ধ্যার পর থেকে আশ্রিতদের সংখ্যা আরও বাড়তে পারে।

পাঁচদিনের টানা বর্ষণে বান্দরবানের ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকা বাসিন্দারা ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে ১২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গতকাল রাতেও আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করেছি, এখনও তা অব্যাহত আছে। এছাড়াও ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছেন। এরপরও যদি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা কেউ নিরাপদ স্থানে সরে না যান তাহলে আমরা আইন প্রয়োগ করব।

জেলা ও উপজেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে আশ্রিতদে শুকনো খাবার এবং রান্না করা খাবার দেয়া হচ্ছে।

সৈকত দাশ/এমবিআর/জেআইএম

আরও পড়ুন