ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাইভেটকারে ১০ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৭ জুলাই ২০১৯

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারের তেলের ট্যাংক থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

এ সময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কারটি। রোববার দুপুরে রামুর খুনিয়াপালং ইউপির তুলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামুর তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাহিদুল ইসলাম।

আটক মো. আরমান হোসেন (৩৮) মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকার নয়াগাঁওয়ের আফাজ উদ্দীন সর্দারের ছেলে ও পেশায় প্রাইভেটকার চালক।

ওসি মোজাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাতলী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ করা গাড়ি ও ইয়াবাসহ আটক চালককে রামু থানায় সোপর্দ করা হয়।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

আরও পড়ুন