ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেন ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৭ জুলাই ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় গরুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ট্রেনটি মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী আটকা পড়েছিল।

রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৌলভীবাজারের পলকীছড়া রেলসেতু ও মনু রেলসেতুর (২০৫ ও ২০৬ রেলসেতু) মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন ছেড়ে কুলাউড়া যাওয়ার পথে মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে ট্রেনটি আটকা পড়ে।

এদিকে ট্রেনের ধাক্কায় গরুটি ঘটনাস্থলেই মারা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইপ বদল করে ট্রেনটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।

এ বিষয়ে জানতে কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) জুয়েল আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারব না। তবে বিষয়টি শুনেছি।

বিজ্ঞাপন

রিপন দে/এমবিআর/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন