ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৭ জুলাই ২০১৯

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ।

রোববার সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে মুফতি মোহাম্মদ আলী মসজিদের সামনে ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অনির্বান চৌধুরী, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিকসহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপারসহ অন্যরা জঙ্গি হামলায় নিহত গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এসময় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হন। আহত হন পুলিশের আরও নয় সদস্য। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়।

নূর মোহাম্মদ/এমবিআর/পিআর

আরও পড়ুন