সেই ‘গ্যাস খেকো’ দিদার র্যাবের হাতে আটক
ফেনীতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড’র বিতর্কিত ঠিকাদার ও আওয়ামী ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দাবিদার মহিউদ্দিন দিদারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়াা নবী কলোনী থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন দিদারকে আটক করা হয়। র্যাব জানায়, তার বিরুদ্ধে সরকারদলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে হাজার হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে।
সূত্র মতে, সাম্প্রতিক সময়ে শহরতলির গোবিন্দপুর ও পশ্চিম গোবিন্দপুরে প্রায় আট হাজার ফুট, লালপুল থেকে পূর্ব-পশ্চিম দিকে প্রায় তিন হাজার ফুট, জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন বারাহিগুনীতে প্রায় তিন হাজার ফুট, ইয়ার নুরুল্লাহ পুরে হাজার হাজার ফুট, বগইড় দীঘি থেকে উত্তর কাশিমপুর পর্যন্ত প্রায় চার হাজার ফুট, তেমুহনী থেকে মুসলিম পাড়া পর্যন্ত হাজার হাজার ফুট, জায়লস্কর ইউনিয়নের রামচন্দ্রপুর, কবির হাট এলাকায় হাজার হাজার ফুট, পূর্ব সোনাপুরে প্রায় চার হাজার ফুট, রামপুর-মধুপুরে তিন-চার কিলোমিটার, শর্শদী রেলক্রসিং বটগাছ থেকে পশ্চিম খানে বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার, মোহাম্মদ আলী বাজারের সিএনজি স্টেশনের দক্ষিণ ও পূর্ব দিকে প্রায় চার হাজার ফুট, পশ্চিম পাঠানগড় থেকে দক্ষিণ দিকে ভূঞা বাড়ি পর্যন্তসহ বিভিন্ন এলাকায় এক ও দুই ইঞ্চি লাইন টেনে রাইজার উত্তোলন করে সংযোগ দেয় দিদারের নের্তৃত্বে একটি চক্র।
চলতি মাসের ১৪ আগস্ট শুক্রবার ফেনী সদর উপজেলার তেমুহনী ও দাগনভূইয়ার জায়লস্কর, ফাজিলের ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চাললিয়ে ২ হাজার ৭ শ’ ফিট ফিট গ্যাস লাইন, ২২ আগস্ট শনিবার সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মধ্যম কাছাড় ও ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠননগর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ফিট ও পাঠান নগর ইউনিয়নের ১ হাজার ৮শ’ ২০ ফিট গ্যাস লাইন এবং ২৮ আগস্ট শুক্রবার ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে ৪ হাজার ৯শ’ ২০ ফিট অবৈধ গ্যাস সংযোগ চালু করে ওই চক্র।
ফেনীস্থ্য র্যাব-৭ ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হক মহিউদ্দিন দিদারের আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেন নি। পরবর্তীতে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জহিরুল হক মিলু/এসএইচএস/পিআর