ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাইমুড়ীতে দুই দিন ব্যাপী ইন্টারনেট উৎসব শুরু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতে এ স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবশে নোয়াখালীর সোনাইমুড়ীতে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মেলাটির উদ্বোধন করা হয়।

এর আগে মেলা উপলক্ষে উপজেলার সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা কমিটির সদস্য,শিক্ষার্থী রাজনীতিবিদ, অভিবাবকসহ বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণে বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার  ড.রহিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী- চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য  এএইচ এম ইব্রাহিম,বিশেষ অতিথি ছিলেন তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভুইয়া (মানিক), জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপত মোহাম্মদ হানিফ।

এছাড়াও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়রুল হক আনোয়ার, সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু  কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার আনিসুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিজানুর রহমান/এসকেডি/পিআর