ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নবম ওয়েজ বোর্ড অনুমোদনের অপেক্ষায় : তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০১:২৪ এএম, ০৬ জুলাই ২০১৯

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত পর্যায়ে, এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৫ জুলাই) রাতে জামালপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের জন্য ৮০ শতাংশ সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, জামালপুরে সাংবাদিকদের জন্য আধুনিক প্রেস ক্লাব নির্মাণে সহযোগিতা করা হবে। এছাড়া জামালপুরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর পাশাপাশি ঢাকা-জামালপুর-বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা পর্যন্ত দুটি সার্কুলার ট্রেন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বগি ও ইঞ্জিন পেলেই সার্কুলার ট্রেন চলাচল শুরু হবে।

জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, প্রবীণ সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা, উৎপল কান্তি ধর, অ্যাডভোকেট ইউসুফ আলী, শাহ জামাল, ফজলে এলাহী মাকাম, লিয়াকত হোসাইন লায়ন প্রমুখ।

আসমাউল আসিফ/এএইচ

 

আরও পড়ুন