বান্দরবানে নিখোঁজ ঢাকার কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু খাল পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ দুই পর্যটকেরই মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাসমান অবস্থায় ঢাকার গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে সকালে নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট সাইফুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার দুর্গম মিয়ংক্ষ্যংপাড়ার খালের পাশ থেকে কলেজছাত্রী জান্নাত আরা বেগমের মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর গ্যারিসনে নিয়ে আসা হয়েছে। এর আগে সকালে নৌবাহিনীর সেকেন্ড ল্যাফটেন্যান্ট সাইফুল্লাহর লাশ উদ্ধার করে স্থানীয়রা।
উল্লেখ্য, শনিবার ভোরে রোয়াংছড়ি হয়ে ছয় সদস্যের একটি দেশীয় পর্যটকদল রুমা উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে যান। সন্ধ্যায় ফেরার পথে পাইন্দু খাল পার হওয়ার সময় নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট সাইফুল্লাহ এবং ঢাকার গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম পানির স্রোতে ভেসে যান। নিখোঁজের পর পরই তাদের উদ্ধারে কাজ শুরু করে নৌবাহিনীর ২২ সদস্যের একটি দল ও স্থানীয়রা।
সৈকত দাশ/এমবিআর/জেআইএম