নববধূর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফেনীতে নববধূর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ইমরান (৩৫) নামের এক যুবক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা জানায়, মাস খানেক আগে চতুর্থ স্ত্রী ফাহিমার সঙ্গে ঘর বাঁধেন ইমরান। বিয়ের পর থেকে পারিবারিক অশান্তিতে দিন যাচ্ছিলো তার। বৃহস্পতিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে নিজেই ঘরের দমদমার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান গত কয়েক বছর যাবত ফেনীতে ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলো।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা ইমরানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল হক মিলু/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে