ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ, সিরাজের বিরুদ্ধে চার্জ গঠন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৩০ জুন ২০১৯

এক কোটি ৩৯ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মা. আব্দুর রহিমের আদালতে এ চার্জ গঠন করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহ মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, এ মামলায় সিরাজ উদ দৌলাসহ উম্মুল কুরা মাদরাসার পরিচালনা কমিটির সদস্য নুর নবী নয়ন ও মোতাহের হোসেন মোর্তজার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আদালত আগামী রোববার (৭ জুলাই) সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে ফেনীতে উম্মুল কুরা ডেভেলপার লিমিটেড ও উম্মুল কোরআন ক্যাডেট মাদরাসার ১০৯ পরিচালকের এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেন প্রতিষ্ঠানের তৎকালীন চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। ওই টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল কাইয়ুম নিশান বাদী হয়ে ২০১৭ সালে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজ উদ দৌলার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন। ২০১৮ সালে ওই মামলায় ২১ দিন জেল খাটেন সিরাজ উদ দৌলা।

অধ্যক্ষ সিরাজ উদ দৌলা আলোচিত নুসরাত হত্যা মামলার প্রধান আসামি। চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত জাহান রাফি।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ

আরও পড়ুন