ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালে ডুবে নৌ-বাহিনীর কর্মকর্তাসহ নিখোঁজ ২

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩০ জুন ২০১৯

বান্দরবানের রুমা উপজেলায় খাল পার হওয়ার সময় পানিতে ডুবে নৌ-বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টসহ দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটলেও দুর্গম এলাকা হওয়ায় রোববার দুপুর ১২টার দিকে এ খবর জানতে পারে প্রশাসন। নিখোঁজরা হলেন বাংলাদেশ নৌ-বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট সাইফুল্লাহ ও ঢাকার গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, শনিবার ভোরে রোয়াংছড়ি হয়ে ছয় সদস্যের একটি দেশীয় পর্যটকদল রুমা উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে যান। সন্ধ্যায় ফেরার পথে পাইন্দু খাল পার হওয়ার সময় তাদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্ট সাইফুল্লাহ এবং ঢাকার গ্রিন আর্ট কলেজছাত্রী জান্নাত আরা বেগম পানির স্রোতে ভেসে যান। অপর চারজন এখনো রনিন পাড়ায় অবস্থান করছেন। তবে নিখোঁজদের সন্ধান মেলেনি।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, দুই পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। উপজেলা প্রশাসন কিংবা রোয়াংছড়ি থানা পুলিশের অনুমতি না নিয়ে তারা শনিবার সকালে তিনাপসাইতারে ভ্রমণে গিয়েছিল। তিনাপসাইতারে যেতে প্রশাসনের অনুমতি নিতে হয় পর্যটকদের। কিন্তু তারা নেয়নি। আমরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছি।

সৈকত দাশ/এএম/এমকেএইচ

আরও পড়ুন