ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুঠিয়ায় আনসার আল-ইসলামের ৫ সদস্য আটক

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩০ জুন ২০১৯

রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পুঠিয়ার বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা ও ভরুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভরুয়াপাড়া গ্রামের আনসার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের আজিজুল আলমের ছেলে রুহুল আমিন (৩১) ও নিজাম উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (৩৭) এবং ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক তালহার ছেলে আবু তালহা (২১)।

তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, ২৪টি ককটেল, ১০টি জিহাদি বই এবং ৮টি জিহাদি নোটবই উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়ার দুই গ্রামে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ফেরদৌস সিদ্দিকী/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন