যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের বাঘারপাড়া ও শার্শা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার যশোর-মাগুরা সড়কের সাদিপুর ও যশোর-সাতক্ষীরা সড়কের জামতলায় এসব দুর্ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুব জানান, বালুবাহী একটি ট্রাক শনিবার সকালে যশোর-মাগুরা সড়কের সাদিপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের হেলপার মনিরুল ইসলাম ও চালক রানা হোসেন গুরুতর জখম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর মধ্যে হেলপার মনিরুল ইসলাম মারা যান। চালক রানা হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত মনিরুল যশোর সদর উপজেলার শাহাপুর আড়পাড়ার আব্দুল মজিদের ছেলে। আহত রানা হোসেন সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
অপরদিকে শনিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলায় বাসের ধাক্কায় টুটুল হোসেন নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।
শার্শা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন, ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নসিমনচালক টুটুল নসিমনে গরু নিয়ে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
মিলন রহমান/আরএআর/এমএস