ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যা আছে রিফাত হত্যাকাণ্ডের মামলায়

সাইফুল ইসলাম মিরাজ | বরগুনা | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৯ জুন ২০১৯

২৬ জুন বুধবার সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের প্রধান গেটের সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করেও রিফাতকে রক্ষা করতে পারেননি। গুরুতর আহতাবস্থায় রিফাত শরীফকে প্রথম বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় রিফাত শরীফের।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১২ জনকে অভিযুক্ত করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন- বরগুনা পৌরসভার ডিকেপি রোডের ৯নং ওয়ার্ডের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড (২৫), বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে মো. রিফাত ফরাজী (২৩) এবং মো. রিশান ফরাজী (২০), বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার চন্দন (২১), বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. মুসা, সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকার কালাম আকনের ছেলে রাব্বি আকন (১৯), বরগুনা পৌরসভার কলেজিয়েট স্কুল রোডের মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের কেজি স্কুল রোডের রায়হান (১৯), বরগুনা পৌরসভার কলেজ রোডের মো. হাসান (১৯), সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সোনালী পাড়া এলাকার রিফাত (২০), একই এলাকার অলি (২২), এবং টিকটক হৃদয় (২১)। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ মামলার সাক্ষীরা হলেন- নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, রিফাত শরীফের চাচা আব্দুস সালাম শরীফ এবং আ. আজিজ শরীফ, বরগুনা পৌরসভার কাউন্সিলর মো. রইসুল আলম রিপনের ছেলে মঞ্জুরুল আলম জন, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর বড় লবণগোলা গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের ছেলে মো. লিটন, একই এলাকার মরহুম আজম আলী মৃধার ছেলে আনোয়ার হোসেন মৃধা, মরহুম আনসার আলী মৃধার ছেলে মো. জাকারিয়া বাবু, মো. রুহুল আমিনের ছেলে মো. হারুন ও মরহুম আলতাফ হোসেন হাওলাদারের ছেলে আ. হাই আল হাদিসহ প্রমুখ।

মামলায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ উল্লেখ করেন, ‘আমার ছেলে মো. শাহনেওয়াজ রিফাতের সঙ্গে আনুমানিক তিন মাস আগে বরগুনা পৌরসভার ২নং ওয়ার্ডের পুলিশ লাইন মাইঠা গ্রামের মো. কিশোরের মেয়ে এ মামলার ১নং সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির বিবাহ হয়। বিবাহের আগে আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে মামলার ১নং আসামি মো. সাব্বির আহমেদ নয়নের প্রেমের সম্পর্ক ছিল বলে নয়ন দাবি করে। আমার ছেলের সঙ্গে মিন্নির বিবাহের সংবাদ জানার পর থেকে নয়ন এবং তার দলীয় সহযোগী অন্যান্য আসামিরা আমার ছেলে রিফাতকে বিভিন্ন সময় হত্যাসহ নানা রকম ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।’

mamla

মামলায় দুলাল শরীফ আরও উল্লেখ করেন, ‘এ মামলার ১নং সাক্ষী মিন্নি বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে। ঘটনার দিন ১নং সাক্ষী কলেজে যায় এবং ঘটনার তারিখ ২৬/৬/২০১৯ রোজ বুধবার সকাল অনুমান ১০টা দশ মিনিটের সময় আমার ছেলে রিফাত ১নং সাক্ষী মিন্নির সঙ্গে দেখা করতে বরগুনা সরকারি কলেজের গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সকল আসামিরা এক ও অভিন্ন উদ্দেশ্যে আমার ছেলে রিফাতকে ঘিরে ফেলে। এরপর অতর্কিতে ১নং আসামি মো. সাব্বির আহমেদ নয়ন তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে আমার ছেলে রিফাতকে হত্যার উদ্দেশ্যে ঘাড় লক্ষ্য করে কোপ দেয়। নয়নের দেয়া সেই কোপ আমার ছেলে রিফাতের গলার ডান পাশে পড়ে গুরুতর হাড় ও রগ কেটে রক্তাক্ত জখম হয়।

নয়ন কোপ দেয়ার পর ২নং আসামি তার হাতে থাকা ধারালো দা দিয়ে আমার ছেলে রিফাতকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে ওই কোপ রিফাতের বুকের ডান পাশে পড়িয়া গুরুতর জখম হয়। এ সময় ৩নং আসামি তার হাতে থাকা দা দিয়ে আমার ছেলে রিফাতকে হত্যার উদ্দেশ্যে মাথার উপর কোপ দিয়ে গুরুতর জখম করে।

অন্যান্য আসামিরা আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ অবস্থায় আমার ছেলে রিফাতকে গুরুতর আহতাবস্থায় রেখে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর মামলার ১নং সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকের সহায়তায় আমার ছেলে রিফাতকে রিকশায় করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমি আমার ভাই ও অন্য সাক্ষীদের নিয়ে দ্রুত হাসপাতালে আসি এবং রিফাতকে গুরুতর আহতাবস্থায় দেখতে পাই। এ সময় রিফাতের মুখে আমি ঘটনার বিবরণ শুনি।

বরগুনা জেনারেল হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আমার ছেলে রিফাতকে মৃতপ্রায় অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় এ মামলার দুই ও তিন নম্বর সাক্ষীদ্বয় রিফাতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে আমার ছেলে রিফাত মারা যায়। আসামিদের ধারালো অস্ত্রের কোপের কারণেই মূলত আমার ছেলে মৃত্যুবরণ করে, যা একটি হত্যার অপরাধ। আমার পুত্রশোকে কাতর থাকা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে এ মামলা দায়ের করতে বিলম্ব হয়। আমার ঘটনা সম্পূর্ণ সত্য এবং বহু সাক্ষী প্রমাণ আছে।’

এদিকে রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে হাজির করে চন্দন ও মো. হাসানের ১০ দিন এবং নাজমুল আহসানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে চন্দন ও মো. হাসানের সাতদিন এবং নাজমুল আহসানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।

এফএ/জেআইএম

টাইমলাইন

  1. ১২:২৯ পিএম, ০৬ অক্টোবর ২০১৯ রিফাত হত্যাকাণ্ড : মালামাল ক্রোকের ভয়ে চার আসামির আত্মসমর্পণ
  2. ০৪:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ পুলিশ মিন্নির মাথায় পিস্তল ধরেছে, নির্যাতন করেছে : মিন্নির বাবা
  3. ১১:৪৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ সুপ্রিম কোর্টে মিন্নি
  4. ০৭:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ এবার ঢাকায় আসছেন মিন্নি
  5. ১১:৫৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বাবার মোটরসাইকেলে চড়ে আদালতে মিন্নি
  6. ০৯:১৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ রিফাত-মিন্নির নতুন ভিডিও, চাঞ্চল্যকর তথ্য
  7. ১০:০৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯ মিন্নি, এসপি এবং মিডিয়া ট্রায়াল
  8. ০৬:৩৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যা : চার্জশিটভুক্ত আসামি শ্রাবণের জামিন
  9. ১০:১০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ আসামি থেকে সাক্ষী হবে মিন্নি, আশা বাবার
  10. ০৪:৪৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ বাবার হাত ধরে কারাগার থেকে বের হলেন মিন্নি
  11. ০৩:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ মিন্নি ও সুনাম দেবনাথকে নিয়ে আদালত প্রাঙ্গণে ক্ষোভ
  12. ০২:৪৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ স্বামী হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি মিন্নি
  13. ০১:৫৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ ‘সব কিছু গুছিয়ে রাখিস মিন্নি’
  14. ১১:৫১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যায় অভিযুক্ত ৬ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  15. ১২:২৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যা মামলার চার্জশিটের শুনানি আজ হচ্ছে না
  16. ০৮:৩২ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯ আমার মেয়ে নির্দোষ : মিন্নির বাবা
  17. ০৬:১২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯ রিফাত হত্যা : স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট
  18. ০১:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৯ মিন্নিকে কারামুক্ত করতে দু-চারদিন সময় লাগবে : আইনজীবী
  19. ১০:২৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না মিন্নি
  20. ০৭:২১ পিএম, ২৯ আগস্ট ২০১৯ জামিন পাওয়া মিন্নি ‘কথা বলতে’ পারবেন না
  21. ০৬:১৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ মিন্নির জামিনে হতাশ রিফাতের বাবা
  22. ০৫:৪৩ পিএম, ২৯ আগস্ট ২০১৯ উই আর ভেরি শকড, আপিল করব : মিন্নির জামিন নিয়ে রাষ্ট্রপক্ষ
  23. ০৩:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০১৯ মিন্নিকে নিয়ে প্রেস ব্রিফিং : এসপিকে সতর্ক করলেন হাইকোর্ট
  24. ০২:৩০ পিএম, ২৯ আগস্ট ২০১৯ অবশেষে মিন্নির জামিন
  25. ০৩:২৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মিন্নির জামিন কেন নয়, হাইকোর্টের রুল
  26. ০৪:১০ পিএম, ১৯ আগস্ট ২০১৯ মিন্নির স্বীকারোক্তির আগে নাকি পরে এসপির ব্রিফিং : হাইকোর্ট
  27. ০২:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০১৯ অবশেষে পাওয়া গেল মিন্নিকে পাঠানো নয়ন বন্ডের শেষ এসএমএস
  28. ১০:১৫ পিএম, ০৮ আগস্ট ২০১৯ যে কারণে হাইকোর্টেও জামিন হয়নি মিন্নির
  29. ০৮:২১ পিএম, ০৮ আগস্ট ২০১৯ ‘মিন্নিকে আসামি করে তো মামলার ১২টা বাজিয়ে দিয়েছে’
  30. ০৫:৩৪ পিএম, ০৮ আগস্ট ২০১৯ আমরা মর্মাহত : মিন্নির আইনজীবী জেড আই খান
  31. ০৪:২৯ পিএম, ০৮ আগস্ট ২০১৯ হাইকোর্টে জামিন মেলেনি মিন্নির
  32. ০৩:৩৫ এএম, ০৮ আগস্ট ২০১৯ রিফাত হত্যা : মিন্নির জামিন শুনানি আজ
  33. ০২:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০১৯ হাইকোর্টে মিন্নির জামিন শুনানি পেছাল
  34. ০৮:৫৮ এএম, ০৬ আগস্ট ২০১৯ রিফাত হত্যা : মিন্নির জামিন শুনানি আজ
  35. ০২:৪০ পিএম, ০৫ আগস্ট ২০১৯ মঙ্গলবার মিন্নির জামিন শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
  36. ১২:১১ পিএম, ০৫ আগস্ট ২০১৯ হাইকোর্টে জামিন চাইলেন মিন্নি
  37. ১২:২২ পিএম, ৩১ জুলাই ২০১৯ মিন্নির স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন আদালতে
  38. ০৫:১৬ পিএম, ৩০ জুলাই ২০১৯ জামিন চাইলেন মিন্নি, বিচারককে ভিডিও দেখালেন ওসি
  39. ০৩:২৮ পিএম, ৩০ জুলাই ২০১৯ ফের মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
  40. ০২:০৫ পিএম, ৩০ জুলাই ২০১৯ রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে তলব
  41. ০৯:১৪ এএম, ৩০ জুলাই ২০১৯ আজ ফের মিন্নির জামিন শুনানি
  42. ০৩:১১ পিএম, ২৮ জুলাই ২০১৯ মিন্নিকে নিয়ে বেশি উৎসাহী হওয়া উচিত নয় : পুলিশকে হাইকোর্ট
  43. ০৪:১৬ পিএম, ২৬ জুলাই ২০১৯ এবার মিন্নির বাবা-মাকে গ্রেফতারের দাবি রিফাতের বাবার
  44. ০৩:২৯ পিএম, ২৬ জুলাই ২০১৯ মিন্নি অনেক ভালো আছেন : চিকিৎসক
  45. ১০:৩৭ এএম, ২৬ জুলাই ২০১৯ কারাগারে কেমন আছেন মিন্নি?
  46. ০৮:৫৩ এএম, ২৬ জুলাই ২০১৯ রিফাত হত্যার এক মাস : ২০ দিনের মধ্যে চার্জশিট
  47. ০৬:০৮ পিএম, ২৪ জুলাই ২০১৯ হাইকোর্টে জামিন পেতে মিন্নির পক্ষে লড়তে চান খন্দকার মাহবুব
  48. ০৩:১৫ পিএম, ২৪ জুলাই ২০১৯ ‘রাতে ঘুমাতে পারে না মিন্নি’
  49. ০১:৩৮ পিএম, ২৪ জুলাই ২০১৯ রিফাত হত্যার নতুন উদ্দেশ্য সামনে আনলেন মিন্নির বাবা
  50. ১২:১২ পিএম, ২৪ জুলাই ২০১৯ রিফাত হত্যা : আরিয়ানের জামিন আবেদন নামঞ্জুর
  51. ০৮:৫৫ এএম, ২৪ জুলাই ২০১৯ জবানবন্দি প্রত্যাহার করতে মিন্নির সঙ্গে কথা বলবেন তার আইনজীবী
  52. ০১:২৭ পিএম, ২৩ জুলাই ২০১৯ মিন্নির জামিন শুনানি ৩০ জুলাই
  53. ১২:০৬ পিএম, ২৩ জুলাই ২০১৯ মিন্নির জামিন চেয়ে ফের আবেদন
  54. ০৮:৩৩ পিএম, ২২ জুলাই ২০১৯ রিফাতকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলেন রিশান
  55. ০১:১১ পিএম, ২২ জুলাই ২০১৯ আদালতে মিন্নির দুই আবেদন নামঞ্জুর
  56. ০৭:৫৭ পিএম, ২১ জুলাই ২০১৯ দুই কারণে জামিন হয়নি মিন্নির
  57. ০৬:০৭ পিএম, ২১ জুলাই ২০১৯ কী আছে হেলালের মোবাইলে, যার জন্য মিন্নিকে মেরেছেন রিফাত
  58. ০৩:১৭ পিএম, ২১ জুলাই ২০১৯ মিন্নির বাবার বিরুদ্ধে মামলা করবেন রিফাতের বাবা
  59. ১১:৫২ এএম, ২১ জুলাই ২০১৯ মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
  60. ১১:১৩ এএম, ২১ জুলাই ২০১৯ মিন্নিকে সহায়তায় বরগুনায় ব্লাস্ট ও আসকের আইনজীবীরা
  61. ১০:৪৯ এএম, ২১ জুলাই ২০১৯ মিন্নির জামিন শুনানির আবেদন
  62. ০৮:৪৯ পিএম, ২০ জুলাই ২০১৯ আদালতে দাঁড়িয়ে ফরাজী বললেন রিফাত হত্যায় মিন্নি জড়িত
  63. ০৮:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৯ মিন্নিকে আইনি সহায়তা দেবেন দেড়শ আইনজীবী
  64. ০৭:২৯ পিএম, ২০ জুলাই ২০১৯ মিন্নিকে আইনি সহায়তা দিতে আইনজীবীদের টিম বরগুনায়
  65. ০৭:২৪ পিএম, ১৯ জুলাই ২০১৯ আদালতে রিফাত হত্যার স্বীকারোক্তি দিলেন মিন্নি
  66. ০৬:৪৩ পিএম, ১৯ জুলাই ২০১৯ ফের আদালতে মিন্নি
  67. ১০:৫৯ এএম, ১৯ জুলাই ২০১৯ ৫ দিনের রিমান্ডে রিশান ফরাজী
  68. ০২:৫৯ পিএম, ১৮ জুলাই ২০১৯ একটি মোবাইল ফোনকে ঘিরেই রিফাত হত্যার গল্প শুরু
  69. ০১:২৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ মিন্নির রিমান্ড বাতিলের আর্জি পাত্তাই পেল না হাইকোর্টে
  70. ১২:৫৫ পিএম, ১৮ জুলাই ২০১৯ রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মিন্নি
  71. ১২:০১ পিএম, ১৮ জুলাই ২০১৯ রিফাত হত্যাকাণ্ড : এবার রিশান ফরাজীও গ্রেফতার
  72. ০১:৩১ এএম, ১৮ জুলাই ২০১৯ মিন্নির পক্ষে আদালতে দাঁড়ায়নি কোনো আইনজীবী
  73. ১২:১৯ এএম, ১৮ জুলাই ২০১৯ আদালতের প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি মিন্নি
  74. ০৮:৩৬ পিএম, ১৭ জুলাই ২০১৯ মিন্নির গ্রেফতার নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা
  75. ০৩:৪০ পিএম, ১৭ জুলাই ২০১৯ ৫ দিনের রিমান্ডে মিন্নি
  76. ০২:৪৪ পিএম, ১৭ জুলাই ২০১৯ রিমান্ড চাইবে পুলিশ, জামিন চাইবেন মিন্নির বাবা
  77. ১০:৫৬ এএম, ১৭ জুলাই ২০১৯ ঘনিষ্ঠ বন্ধু ছিল রিফাত শরীফ ও নয়ন বন্ড
  78. ০৮:৫৯ এএম, ১৭ জুলাই ২০১৯ প্রধান সাক্ষী থেকে আসামি মিন্নি
  79. ১০:১১ পিএম, ১৬ জুলাই ২০১৯ যে কারণে গ্রেফতার হলেন মিন্নি
  80. ০৯:৩৮ পিএম, ১৬ জুলাই ২০১৯ স্বামী হত্যায় ফেঁসে গেলেন মিন্নি
  81. ১০:৫৩ এএম, ১৬ জুলাই ২০১৯ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইন্সে মিন্নি
  82. ০৬:৩৭ পিএম, ১৫ জুলাই ২০১৯ সাইমুনের স্বীকারোক্তি, তৃতীয় দফায় রিমান্ডে রিফাত ফরাজী
  83. ১২:৫০ পিএম, ১৫ জুলাই ২০১৯ রিফাত হত্যায় সব অভিযুক্তকে আদালতে হাজির
  84. ০৩:০৩ পিএম, ১৪ জুলাই ২০১৯ রিফাত হত্যার তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  85. ০২:৩৪ পিএম, ১৪ জুলাই ২০১৯ এবার সংবাদ সম্মেলন মিন্নির, শ্বশুরের বক্তব্য বানোয়াট
  86. ১২:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৯ মিন্নিকে গ্রেফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন
  87. ১১:২২ পিএম, ১৩ জুলাই ২০১৯ মিন্নির বাবা বললেন, রিফাতের বাবার মাথা খারাপ
  88. ১০:১১ পিএম, ১৩ জুলাই ২০১৯ কাঁদলেন রিফাতের বাবা, বললেন আমার পুত্রবধূই ভিলেন
  89. ০৮:৪৫ পিএম, ১৩ জুলাই ২০১৯ মিন্নির গোপন তথ্য ফাঁস করলেন শ্বশুর
  90. ০৫:৪৩ পিএম, ১৩ জুলাই ২০১৯ রিফাত হত্যাকাণ্ড : আবারও পাঁচদিনের রিমান্ডে আরিয়ান
  91. ০৩:২৬ পিএম, ১৩ জুলাই ২০১৯ রিফাত হত্যার আগের দিনও নয়নের বাসায় যান মিন্নি
  92. ০৬:৫১ পিএম, ১২ জুলাই ২০১৯ রিফাত হত্যা : রিমান্ডে রাব্বি-সাইমুন
  93. ১০:৩৪ পিএম, ১১ জুলাই ২০১৯ রিফাত হত্যা : ৬ নম্বর আসামি রাব্বি গ্রেফতার
  94. ০৪:৪৮ পিএম, ১১ জুলাই ২০১৯ এবার রিফাত হত্যায় স্কুলছাত্র রাতুল রিমান্ডে
  95. ১২:৪৫ পিএম, ১১ জুলাই ২০১৯ রিফাত হত্যায় রাতুল নামে এক স্কুলছাত্র গ্রেফতার
  96. ০৮:০৭ পিএম, ০৯ জুলাই ২০১৯ রিফাত হত্যা : তৃতীয় দফায় রিমান্ডে সাইমুন
  97. ১২:৪৬ পিএম, ০৮ জুলাই ২০১৯ সেই রামদা খুঁজে বের করে দিল রিফাত ফরাজি
  98. ১২:০৩ পিএম, ০৮ জুলাই ২০১৯ রিফাত হত্যা : আরও একজন গ্রেফতার
  99. ০২:০৪ পিএম, ০৭ জুলাই ২০১৯ আলোচনায় নতুন ফুটেজ, জিজ্ঞাসাবাদের জন্য আটক হতে পারেন মিন্নি
  100. ১১:৩১ পিএম, ০৪ জুলাই ২০১৯ রিফাত হত্যায় আরও দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
  101. ০২:২৭ পিএম, ০৪ জুলাই ২০১৯ ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না’
  102. ১২:৩৪ পিএম, ০৪ জুলাই ২০১৯ নয়ন বন্ডরা একদিনে তৈরি হয়নি : হাইকোর্ট
  103. ১১:০৪ এএম, ০৪ জুলাই ২০১৯ রিফাত হত্যা : ৯ জন গ্রেফতারের তথ্য হাইকোর্টে
  104. ০৪:২১ পিএম, ০৩ জুলাই ২০১৯ রিফাত ফরাজীর ৭ দিনের রিমান্ড
  105. ০৯:২৩ এএম, ০৩ জুলাই ২০১৯ বরগুনায় এবার রিফাত ফরাজী গ্রেফতার
  106. ১০:০২ পিএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী
  107. ০৭:১৮ পিএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের মৃত্যুতে এলাকায় মিষ্টি বিতরণ
  108. ১২:৫০ পিএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের মরদেহ দেখতে মানুষের ঢল, স্বস্তি প্রকাশ
  109. ১১:৪৭ এএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের বর্ণনা দিলো পুলিশ
  110. ১১:১১ এএম, ০২ জুলাই ২০১৯ এমন একটা খবরের অপেক্ষায় ছিলাম : মিন্নি
  111. ১০:০৫ এএম, ০২ জুলাই ২০১৯ এবার ছেলের আত্মা যদি একটু শান্তি পায় : রিফাতের বাবা
  112. ০৬:১৪ এএম, ০২ জুলাই ২০১৯ নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত
  113. ০৬:৫৭ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাত হত্যার দায় স্বীকার করলেন দুইজন, তিনজন রিমান্ডে
  114. ০২:০২ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাত হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
  115. ০১:৪৮ পিএম, ০১ জুলাই ২০১৯ আমাকে মাফ করে দিস রিফাত
  116. ০১:৪৫ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাতের জন্য রাস্তায় দাঁড়াল ছাত্রলীগ
  117. ০১:১৩ পিএম, ০১ জুলাই ২০১৯ রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই
  118. ১০:১৪ পিএম, ৩০ জুন ২০১৯ রিফাতের খুনিদের গ্রেফতারের রিট করে জরিমানার ভয়ে আইনজীবী
  119. ০৯:৫৩ পিএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যায় টিকটক হৃদয়সহ গ্রেফতার ২
  120. ০৬:৫২ পিএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যাকাণ্ডের আসামি ধরতে সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  121. ০১:৩৮ পিএম, ৩০ জুন ২০১৯ বরগুনায় রিফাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপির
  122. ১১:৫১ এএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যা : সাগর গ্রেফতার, পুলিশে চাকরি হচ্ছে না
  123. ১০:৪৪ এএম, ৩০ জুন ২০১৯ রিফাতের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট
  124. ১০:০১ এএম, ৩০ জুন ২০১৯ মানুষ কেন নিষ্ক্রিয়?
  125. ০৯:৩৮ এএম, ৩০ জুন ২০১৯ পুলিশে চাকরি পাচ্ছে রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য!
  126. ০৮:৫৪ এএম, ৩০ জুন ২০১৯ রিফাত হত্যাকারীদের তালিকা সীমান্তে, বেনাপোলে সর্বোচ্চ সতর্কতা
  127. ০৮:৩৮ পিএম, ২৯ জুন ২০১৯ লক্ষ্মীপুরে রিফাত হত্যাকারীদের বিচার দাবি
  128. ০৫:০৮ পিএম, ২৯ জুন ২০১৯ সাতক্ষীরায় রিফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবি
  129. ০৫:০৪ পিএম, ২৯ জুন ২০১৯ বন্ধুর নামে স্ত্রীর জন্য সিম কিনে আটক সাইমুন
  130. ০৪:৪৭ পিএম, ২৯ জুন ২০১৯ ঝিনাইদহে রিফাতের খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি
  131. ০৩:২৭ পিএম, ২৯ জুন ২০১৯ রিফাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  132. ০১:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ সহিংসতায় নির্বিকার!
  133. ০১:১৫ পিএম, ২৯ জুন ২০১৯ আমি এতিম হয়ে গেছি : রিফাতের বাবা
  134. ১২:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ রিফাত হত্যার বিচার দাবিতে উত্তাল বরগুনা
  135. ০৮:৫৩ এএম, ২৯ জুন ২০১৯ যা আছে রিফাত হত্যাকাণ্ডের মামলায়
  136. ১০:১৯ পিএম, ২৮ জুন ২০১৯ শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে রিফাত হত্যার বিচার দাবি
  137. ০৬:৪২ পিএম, ২৮ জুন ২০১৯ মিথ্যা বলছেন মিন্নি, নয়নের সঙ্গেও বিয়ে হয়েছিল তার
  138. ০৫:০৯ পিএম, ২৮ জুন ২০১৯ মিন্নিকে অস্ত্রের মুখে জিম্মি করে কাগজে স্বাক্ষর নেয় নয়ন
  139. ০৩:৩৩ পিএম, ২৮ জুন ২০১৯ রিফাতের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান
  140. ০৩:২৬ পিএম, ২৮ জুন ২০১৯ রিফাত হত্যাকাণ্ডে পুলিশের কোনো গাফিলতি নেই : পুলিশ সুপার
  141. ০২:১২ পিএম, ২৮ জুন ২০১৯ মিন্নির নিরাপত্তায় বাড়িতে পুলিশ পাহারা
  142. ০১:৩৪ পিএম, ২৮ জুন ২০১৯ আরও ১২ মামলার আসামি নয়ন ও রিফাত ফরাজি
  143. ০১:১১ পিএম, ২৮ জুন ২০১৯ দু’দিনেও গ্রেফতার হয়নি রিফাত ফরাজি ও নয়ন
  144. ১২:১৫ পিএম, ২৮ জুন ২০১৯ আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের
  145. ০১:৩৩ এএম, ২৮ জুন ২০১৯ রিফাত হত্যায় জড়িত নয় আটক চার যুবক
  146. ১২:৫৬ এএম, ২৮ জুন ২০১৯ কালো শার্ট-সানগ্লাস পরে রিফাত শরীফকে কোপায় রিফাত ফরাজী
  147. ১১:৪৮ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা : যেভাবে আটক হলেন চার যুবক
  148. ১১:১২ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা : ঢাকায় আসার পথে আটক ৪
  149. ১০:০৭ পিএম, ২৭ জুন ২০১৯ ছিঁচকে চোর থেকে পেশাদার সন্ত্রাসী নয়ন
  150. ০৯:২৫ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
  151. ০৭:৩৫ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় শিক্ষার্থীরা
  152. ০৭:০২ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের জানাজায় মানুষের ঢল
  153. ০৬:৫৪ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার
  154. ০৩:৪৫ পিএম, ২৭ জুন ২০১৯ নয়ন ও রিফাত ফরাজীর ফাঁসির দাবিতে সড়কে শিক্ষার্থীরা
  155. ০৩:০৭ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের খুনিরা যেন দেশ ছাড়তে না পারে : আইজিপিকে হাইকোর্ট
  156. ০২:৪৫ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের শরীরে ৮টি কোপের চিহ্ন পেলেন চিকিৎসকরা
  157. ০১:৩২ পিএম, ২৭ জুন ২০১৯ ‘বরগুনার হত্যার গ্রেফতার এবং বিচার হবে, হতেই হবে’
  158. ০১:২৪ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  159. ০১:১৯ পিএম, ২৭ জুন ২০১৯ রিফাতের শ্বশুরকে মর্গ থেকে বের করে দিল বন্ধুরা
  160. ১২:৪৬ পিএম, ২৭ জুন ২০১৯ কাঁদতে কাঁদতে স্বামী হত্যার বর্ণনা দিলেন মিন্নি
  161. ১২:০০ পিএম, ২৭ জুন ২০১৯ পুলিশ কর্মকর্তার বাড়িতে চাপাতি নিয়ে যাওয়া এই সেই রিফাত
  162. ১১:৩৩ এএম, ২৭ জুন ২০১৯ বরগুনায় হত্যার ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, জানতে চান হাইকোর্ট
  163. ১১:১৪ এএম, ২৭ জুন ২০১৯ রিফাত হত্যা : সিসি ক্যামেরার আওতায় ছিল ঘটনাস্থল
  164. ১০:১১ এএম, ২৭ জুন ২০১৯ রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করলেন বাবা
  165. ১০:০৬ এএম, ২৭ জুন ২০১৯ অপরাধ জগতের পরিচিত মুখ ছিল দুই খুনি
  166. ০৯:৫৩ এএম, ২৭ জুন ২০১৯ রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
  167. ০৯:৩৮ এএম, ২৭ জুন ২০১৯ জেল থেকে বেরিয়ে কুপিয়ে হত্যা
  168. ০৯:০৭ এএম, ২৭ জুন ২০১৯ মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে বেরিয়ে লাশ
  169. ০৩:০৯ এএম, ২৭ জুন ২০১৯ স্ত্রীকে ‘উত্ত্যক্তের’ প্রতিবাদ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা
  170. ০৮:৫৩ পিএম, ২৬ জুন ২০১৯ সন্ত্রাসীর সঙ্গে যুদ্ধ করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

আরও পড়ুন