ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি, শহরে জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ জুন ২০১৯

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১৫ মিলিমিটার। যা এব ছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। সুরমা ছাড়া যাদুকাটা, কংশ, চলতি নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় সুরমা নদীর পানি প্রবেশ করেছে। শহরের ষোলঘর, কাজিরপয়েন্ট, আরপিননগর, বিলপার, নতুনপাড়া, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় সুরাম নদীর পানি প্রবেশ করেছে। এসব এলাকার অনেক রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

sunamgonj03

পানি বেড়ে যাওয়ায় যানবাহন চলাচলও অনেক কমে গেছে। সড়কে পানি উঠে যাওয়ায় এসব এলাকায় দোকানপাঠ খুলতে পারছেন না ব্যবসায়ীরা। টানা বৃষ্টিপাত ও রাস্তায় পানি উঠে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দীক ভূইয়া বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে সুরমা নদীতে পানি বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়বে। তবে ড্রেনেজ সমস্যার কারণে শহরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এটা বন্যা না।

মোসাইদ রাহাত/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন