ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তারাকান্দায় মঞ্জুরুল হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ময়মনসিংহের তারাকান্দায় চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম খান হত্যা মামলায় সোহেল খান (৩৫) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন। তিনি মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি।

কোর্ট ইন্সপেক্টর মো. শুকরানা জানান, ২০০৮ সালের ৫ অক্টোবর উপজেলার পানিহাটা খাঁপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম খান নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের সোহেল খান তাকে রাস্তায় ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদিকুর রহমান বাদী হয়ে তারাকান্দা থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল খানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত দুপুরে এ রায় প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর সিদ্দিক ও শামসুল আলম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহ নুরুল আলম।

আতাউল করিম খোকন/এআরএ/বিএ