ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আসামে প্রাণ-আরএফএল গ্রুপকে কারখানা স্থাপনের আহ্বান

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৮ জুন ২০১৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ পরিদর্শন করেছেন ভারতের আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহনমন্ত্রী শ্রী চন্দ্রমোহন পাটোয়ারী।

বৃহস্পতিবার বিকেলে তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এলে ফুলেল শুভেচ্ছা জানান পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়সহ অন্যান্য কর্মকর্তা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণ-আরএফএল গ্রুপের কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

pran

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসামের বাণিজ্য ও পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী।

তিনি বলেন, অলিপুরে মনোরম পরিবেশে প্রাণ-আরএফএল গ্রুপ পণ্য উৎপাদন করছে। তাদের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।

pran

এ সময় মানসম্মত পণ্য উৎপাদনের প্রশংসা করে মন্ত্রী ভারতের আসামে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা স্থাপনের আহ্বান জানান।

আলোচনা শেষে প্রতিনিধিদল পার্কের বিভিন্ন কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ভারতের সহকারী হাইকমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, প্রতিনিধিদলের কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাজরুজ্জামান আল রিয়াদ/বিএ

আরও পড়ুন