ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদী ইপিজেডের গাছ কর্তন

প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

পাবনার ঈশ্বরদী ইপিজেডে পরিবেশ রক্ষার জন্য লাগানো গাছ কেটে ফেলা হয়েছে। আর এ ঘটনায় ওই এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে ৩২টি গাছ কাটার চিহ্ন দেখা যায়।

সূত্র জানায়, বিদ্যুতের লাইন রক্ষার অজুহাতে গাছগুলো কাটা হয়েছে। গাছের ডালপালা ছেঁটে দেয়ার নামে প্রায় ৩২টি গাছ কর্তন করায় ইপিজেডের পরিবেশ সংরক্ষণের বিষয়টি এখন প্রশ্নের সম্মুখীন। কেটে নেয়া গাছগুলোর মধ্যে বেশিরভাগই অর্জুন ও ওষধি গাছ রয়েছে।

স্থানীয় বন বিভাগ জানায়, ইপিজেড এলাকার গাছ কাটার বিষয়টি তারা কিছুই জানেন না। ইপিজেডের ইলেকট্রিক্যাল প্রকৌশলী স্বপন ঘোষের নির্দেশেই এই গাছ কাটা হয়েছে বলে জানা গেছে।

ইলেকট্রিক্যাল প্রকৌশলী স্বপন ঘোষের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি। উল্লেখযোগ্য সংখ্যক গাছ কাটার জন্য টেন্ডার আহ্বানের নিয়ম থাকলেও তা মানা হয়নি।

এ ব্যাপারে ইপিজেডের মহাব্যবস্থাপক রুহুল আমিন গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যুত লাইনের তারের সঙ্গে যাতে গাছের ডালপালা না লাগে এজন্য কিছু ডালপালা কাটা হয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের তীব্র সমালোচনা করেন।  

বিগত কয়েকদিন ধরেই ডালপালা ছাঁটার নামে ইপিজেডে গাছ কাটা হয়। বুধবার সকালে ৩২টি গাছ কাটার চিহ্ন দেখা যায়।
ইপিজেডে বেশির ভাগই কল কারখানা। কারখানা পরিবেষ্ঠিত এলাকার পরিবেশ রক্ষার জন্য এসব গাছ লাগানো হয়েছিল। গাছ কাটার ফলে প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআইপি