ফেসবুকে অর্থ সংগ্রহের মাধ্যমে ৫ নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ
ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পাঁচ অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাংবাদিক এম মনসুর আলী। এ নিয়ে গত দুই বছরে ২৩ জন অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী পাঁচ অসহায় নারীর হাতে নগদ টাকা ও সেলাই মেশিন তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুস সাত্তার অনার্স কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা, সাংবাদিক আ ক ম কাউসার এমরান প্রমুখ।
সাংবাদিক মনসুর ফেসবুকের মাধ্যমে অর্থ জোগাড় করে অনেক অসহায় মানুষকে ধান মাড়াইয়ের মেশিন, ছাগল, নতুন ঘর, টিউবওয়েল, স্যানিটারি টয়লেট, নৌকাসহ মাছ ধরার জাল, হুইল চেয়ার, অসহায় মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি ও বেতনের টাকা প্রদানসহ অর্ধশত রোগীর চিকিৎসা ও নিয়মিত ওষুধ কিনে দিচ্ছেন। ফেসবুকে তার এ কাজে সাড়া দিচ্ছেন অনেকেই।
আজিজুল সঞ্চয়/এমবিআর/পিআর