২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গতকাল রাতে দুর্ঘটনার পর দুটি রিলিফ ট্রেনের সাহায্যে রেলের বগি উদ্ধার ও লাইন স্বাভাবিক করতে কাজ শুরু করে রেল বিভাগ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়ার বরমচাল স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, এ রুটে চলাচলকারী সব ট্রেনকে দুর্ঘটনাকবলিত এলাকায় সর্বোচ্চ ৫ কিলোমিটার গতি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শেষ করে রেললাইন সচল করে।
রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন ছেড়ে এসে মনছড়া রেল সেতুটি অতিক্রম করার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ছয়জন নিহত এবং অন্তত ২০০ যাত্রী আহত হন।
রিপন দে/এএম/এমএস