ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:১১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাঈল ও মহসিন নামের ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলার বুড়িচং উপজেলা সদরের নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িচং উপজেলা পরিষদ সড়কে সুমনের নির্মাণাধীন ভবনের ৩য় তলায় নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় রডের সঙ্গে পল্লী বিদ্যুতের তার জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিক মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ডাক্তার ইসমাঈল (৩৫) ও মহসিনকে (২২) মৃত ঘোষণা করেন।  

ইসমাঈল হোসেন (৩৫) বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে এবং মহসিন (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাইজখার গ্রামের আবুল কাসেমের ছেলে। এদিকে আহত রুবেল (২৪) এখনও আশঙ্কামুক্ত নয় বলে ডাক্তাররা জানিয়েছেন।

দুপুর দেড়টায় বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া ২ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের পরিবার আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ করলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

কামাল উদ্দিন/এসএস/এমএস