ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুলাউড়া থেকে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ জুন ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রোববার রাত ১২টার দিকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বন্ধ হওয়া রেল যোগাযোগ শুরু হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। তবে বরমচালে রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত সিলেটের সব ট্রেন কুলাউড়া থেকে চলাচল করবে।

শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। এতে এ পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিন শতাধিক যাত্রী নিয়ে রোববার রাতে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

রিপন দে/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন