ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামগতিতে ৭ হাজার মিটার জাল ধ্বংস

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে মেঘনার চরআবদুল্লাহ, লুধুয়া ঘাটসহ কয়েক স্থানে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালগুলো জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য সংরক্ষণ আইন ১৩ (খ) ধারা মোতাবেক অবৈধ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কাজল কায়েস/এসএস/এমএস