ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে গুঁড়িয়ে দেয়া হলো রহমতউল্লাহ ইনস্টিটিউট

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২০ জুন ২০১৯

দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা রহমতউল্লাহ ইনস্টিটিউট ভবন গুঁড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত সহযোগী আবুল হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নাসিকের পরিচ্ছন্নতা পরিদর্শক শ্যামল পাল।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ভবনটি সরানোর চেষ্টা চালাচ্ছিল নাসিক। কিন্তু মামলার কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেনি। সম্প্রতি নাসিকের পক্ষে মামলার রায় আসায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভবনটিতে কনফেকশনারি, ফ্রিজ, এসি, সেলাই মেশিন, টেইলার, সুতা, রাবারের দোকানসহ প্রায় ৩৫টি দোকান ছিল। প্রতিটি দোকানে লাখ টাকার পণ্য ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

evi-1

ব্যবসায়ীরা জানান, তাদের কোনো সময় দেয়া হয়নি। বৃহস্পতিবার সকালে হঠাৎ ভবন ভাঙার কাজ শুরু করা হয়। এতে কোনো মালামাল সরাতে পারেননি ব্যবসায়ীরা। ফলে ক্ষতির মুখে পড়েন তারা।

পপুলার ফুড কর্নারের মালিক মো. দুলু মিয়া বলেন, সকালে বাসায় ছিলাম। হঠাৎ একজন ফোন দিয়ে বলে ভবন ভাঙা হচ্ছে। দৌড়ে এসে দেখি কিছুই নেই। ভাঙা শুরু হয়ে গেছে। নিচতলায় থাকায় সবার আগে আমার দোকান ভাঙা হয়েছে। ভেতরে লাখ লাখ টাকার মালামাল ছিল। সব শেষ।

অভিযানের বিষয়ে জানতে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত সহযোগী আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।

মো. শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ

আরও পড়ুন