যুবলীগ নেতার বাড়িতে হামলা : নারীসহ আহত ৫
জমি দখল নিতে না পেরে লক্ষ্মীপুর সদর উপজেলায় যুবলীগ নেতা নাজমুল ইসলাম সোহেলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দলীয় নেতাকর্মীরা। এ সময় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল ও পাশের দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল দালাল বাজার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, চরমন্ডল গ্রামে ২০ শতাংশ জমি নিয়ে হায়দার আলীর সঙ্গে একই গ্রামের আলী আহম্মদের বিরোধ চলছিল। আর এরই জের ধরে সকালে হায়দার আলীর সম্পত্তি দখলে নিতে আলী আহম্মদের ভাড়াটিয়া সশস্ত্র লোকজন টিনশেড ঘর তৈরি করে। এর কিছুক্ষণ পর হায়দার আলীর লোকজন ওই স্থাপনা ভেঙে দেয়।
এ ঘটনার পর দুপুরে আলী আহম্মদের পক্ষ নিয়ে স্থানীয় অনিক, শিবলু, টিপু, সফিকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সশস্ত্র মহড়া দেয়। একপর্যায়ে চরমন্ডলের পাশের খিদিরপুর গ্রামে হায়দার আলীর ভাগিনা যুবলীগ নেতা নাজমুল ইসলাম সোহেলের বাড়িতে হামলা করে তারা। এ সময় তারা নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত ও তার জেঠা মুজিবুল হকের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে ফাহিম নামে এক কিশোরকে বেদম পিটিয়ে আহত করে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেন অনিক চৌধুরী বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, যুবলীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় আমি জড়িত না। ছাত্রলীগের কয়েকজন ছোটভাই যেতে পারে।
দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সোহেল বলেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরীর অনুসারী ছাত্রলীগ যুবলীগ ক্যাডাররা টাকার বিনিময়ে আমার মামার জমি দখলে নিতে চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে আমার বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। বর্তমানে বাড়ির লোকজন সবাই আতঙ্কে রয়েছে।
এ ব্যপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আলম মামুন বলেন, এ ঘটনায় এখন কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এআরএ/বিএ