ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে কবর থেকে মরদেহ উত্তোলন

প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

মাদারীপুরে অজ্ঞাত পরিচয়ে দাফন করা মরদেহের পরিচয় নিশ্চিত হয়ে ১২ দিন পর মুন্না হাওলাদারের মরদেহ কবর থেকে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট থেকে শহরের বাগেরপাড় এলাকার মৃত মোক্তার হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২২) নিখোঁজ হয়। পুলিশ ২৫ আগস্ট সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের গুচ্ছগ্রামে কুমার নদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরের দিন অজ্ঞাত পরিচয়ে দরগাখোলা কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

ওই মরদেহের পরনের কাপড়সহ অন্যান্য জিনিসপত্র দেখে নিখোঁজের মা রোজিনা বেগম মরদেহ সনাক্ত করে। আর এ ঘটনায় সে বাদী হয়ে হত্যা মামলা করে।

মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ দোজা শুভের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একই উপজেলার চরমুগরিয়া ও হাউদি এলাকা থেকে নিহতের বন্ধু আশিক, জামাল, নাহিদ ও ইমতিকে গ্রেফতার করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি