ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেল রংপুর উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

রংপুরের শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর উচ্চ বিদ্যালয় কানেকটিং ক্লাসরুম প্রকল্পে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কর্তৃক ঘোষিত সর্বোচ্চ সম্মান সূচক পুরস্কার `ফুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড` (আইএসএ) লাভ করেছে। আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জাগো নিউজকে জানান, কানেকটিং ক্লাসরুম প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে বিশ্বে ১০৯টি দেশে কাজ করছে। বাংলাদেশের প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে আসছে।

বিভাগীয় শহর রংপুরে এ প্রকল্পভুক্ত বিদ্যালয়ের সংখ্যা ৮টি। এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের বিদ্যমান কারিকুলাম অনুসরণ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক (গ্লোবাল সিটিজেন) হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে রংপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল মুযন আযাদের সার্বিক দিক নির্দেশনা ও অন্যান্য শিক্ষক-কর্মচারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এক্ষেত্রে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজ উদ্দিন সরকার প্রকল্পের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরো জানান, কানেকটিং ক্লাসরুম প্রকল্পের কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্রিটিশ কাউন্সিল প্রতি বছর ৩ ধরনের পুরস্কার ঘোষণা করে থাকে। এগুলো হলো, ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, ইন্টারমিডিয়েট অ্যাওয়ার্ড এবং ফুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড। এর মধ্যে রংপুর উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ সম্মান সূচক ফুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড লাভ করেছে। বাংলাদেশ থেকে মাত্র ১৩টি বিদ্যালয় ফুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড লাভ করে। তার মধ্যে রংপুর উচ্চ বিদ্যালয় একটি।

আগামী ১৩ সেপ্টেম্বর পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্রাডভোকেট মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি থাকবেন ঢাকাস্থ ব্রিটিশ হাই-কমিশনার রর্বাট ডব্লিউ গিবসন ও নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক।       

এসএস/পিআর