ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৭ জুন ২০১৯

অবৈধভাবে বাংলাদেশে ঢোকার দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিএসএফের কনস্টেবল কিষাণ লাল ও ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল বিশ্বজিৎ সরকার।

সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের কার্যালয়ের পাশ থেকে কিষাণ লাল ও বিশ্বজিৎ সরকারকে আটক করেন বিজিবির সদস্যরা। কিষাণ লাল বিএসএফের গোয়েন্দা বিভাগে কাজ করেন বলে জানা গেছে। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছেন। তবে কী উদ্দেশ্যে তারা বাংলাদেশে ঢুকেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিকেল ৩টার দিকে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির মুঠোফোনে জাগো নিউজকে জানান, বিজিবি-বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক হচ্ছে। বৈঠকের পর আটকদের হস্তান্তর করা হবে।

আজিজুল সঞ্চয়/এমবিআর/এমএস

আরও পড়ুন