ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের ১ হাজার ৫০ জন বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বামনডাঙ্গা কলেজ মাঠে ও সাতগিরি কুটিপাড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।

এ সময় প্রতিটি দুঃস্থ পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, গ্যাস লাইটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন দেয়া হয়।

উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বন্যার্তদের জন্য ত্রাণ হিসেবে ১৩৫ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ত্রাণ বিতরণের কথা থাকলেও বিশেষ কারণে তিনি কর্মসূচি বাতিল করেন।

ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) শামছুল আজম, সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ আব্দুল হান্নান মিয়া, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. মতিন সরকার, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখ।
 
অমিত দাশ/এসএস/আরআইপি